বাড়িতে সবার সবথেকে বেশি চিন্তা থাকে শিশুদের নিয়ে। তাদের শরীর স্বাস্থ্য ভাবায় আমাদের।



বাড়িতে শিশুর জন্য বরাদ্দ ঘরটিকে যথাসম্ভব সুন্দর করে সাজান সকলেই।



তবে বাস্তু মতে, বাচ্চাদের ঘর সাজানোর কিছু রীতি আছে, যা তাদের সুরক্ষা ও সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।



বাচ্চাদের ঘরে ভাঙা খেলনা, আসবাবপত্র বা ভাঙা আয়নার মতো জিনিস কখনওই রাখা উচিত নয়।



ভাঙা জিনিস ঘরে নেতিবাচক শক্তি বাড়ায়, তাই ঘর থেকে সরিয়ে ফেলুন।



শিশুদের ঘরে কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয়। কাঁটাযুক্ত উদ্ভিদ নেতিবাচক শক্তি আকর্ষণ করে।



বাচ্চাদের ঘরের দেওয়ালে গাঢ় রং যেমন লাল, বাদামী এবং কালো ব্যবহার করা উচিত নয়।



ঘর সবসময় পরিষ্কার ও গোছানো থাকতে হবে। অগোছালো ভাব নেতিবাচক শক্তিকে উৎসাহিত করে



বাচ্চাদের ব্যহহৃত ন্যাপি বা নোংরা হওয়া জামাকাপড় বা মলমূত্র কখনও ঘরে জমা করা যাবে না।



শিশুদের বেডরুমে এমন ছবি বা মূর্তি রাখা উচিত নয় যা দেখে ভয় পেতে পারে তারা। বদলে তাদের পছন্দের ছবি রাখুন।