বাস্তুশাস্ত্রে প্রতিটি জিনিসের নিয়ম বলা হয়েছে। সেই অনুযায়ী, বেডরুমে জুতো রাখা উচিত নয়

বেডরুম শান্ত ও আরামদায়ক হওয়া উচিত

বেডরুমে জুতো রাখলে ধনদেবী লক্ষ্মী রেগে যান। এই কারণে বাড়িতে আর্থিক ক্ষতি হয়

জুতোয় থাকা দুর্গন্ধ ও ব্যাক্টেরিয়া শরীরের পক্ষে ক্ষতিকারক হয়

জুতো অস্থিরতা ও গতির প্রতীক। বেডরুমে জুতো রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়

শান্ত ও স্থির বাতাবরণের অনুকূল নয় জুতো। বেডরুমে জুতো রাখলে ক্ষতিকারক ভাবনাচিন্তা আসে

জুতো সবসময় বেডরুমের বাইরে রাখুন। পৃথক ঘরে বা জুতোর জন্য তৈরি ব়্যাকে রাখুন

জুতোর পরিবর্তে বিছানার কাছে আরামদায়ক চপ্পল রাখুন। যার ব্যবহার শুধুমাত্র ঘরের মধ্যেই করুন

জুতো সংক্রান্ত এই নিয়মগুলি মানলে, বাস্তুতে কোনও ত্রুটি হয় না