তুলা রাশি
ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা আছে।


সিংহ রাশি
উদ্বেগ তৈরি হতে পারে।


মিথুন রাশি
আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ।


মেষ রাশি
ভালো কাজের ফল পেতে পারেন।


মীন রাশি
উদ্বেগ থেকে মুক্তি পাবেন


মকর রাশি
আর্থিক অবস্থা খারাপ হতে পারে।


কুম্ভ রাশি
স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকবেন।


কর্কট রাশি
মানসিক চাপ কমবে।


কন্যা রাশি
আয় কমবে, খরচ বাড়তে পারে।


ধনু রাশি
স্বাস্থ্যের উন্নতি হবে।


বৃশ্চিক রাশি
কাজে মনোযোগ দিতে হবে


বৃষ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে রোমান্সের সম্ভাবনা।