তুলা রাশি - মানুষ চিনতে ভুল হতে পারে। পছন্দের ব্যক্তিকে মনের কথা বলুন, তবে সাবধানে



সিংহ রাশি - কথায় লাগাম পরান। প্রিয়জনের অনুভূতির খেয়াল রাখুন।



মিথুন রাশি - মহিলারা স্বাস্থ্য নিয়ে উদাসীন হবেন না। স্ত্রীরোগ অবহেলা করার নয়।



মেষ রাশি- অর্থভাগ্য বুধে খারাপ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন



মীন রাশি - কাজের চাপ বাড়তে পারে। মন বিক্ষিপ্ত হতে দেবেন না।



মকর রাশি - স্বাস্থ্য ভাবাতে পারে। পুরনো রোগের দিকে নজর রাখুন



কুম্ভ রাশি - গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নয়।



কর্কট রাশি - অপ্রয়োজনীয় বিষয়ে বিতর্ক নয় । কথা বুঝে বলুন।



কন্যা রাশি - পরিবারে স্বাস্থ্য সমস্যা থাকবে। দরকারে চিকিৎসকের সাহায্য নিন।



ধনু রাশি - সময়টা খুব অনুকূল নয়। বুধবার চাকরি বদলের সিদ্ধান্ত নেবেন না।



বৃশ্চিক রাশি - সবাইকে অবিশ্বাস না করে ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপ করুন।