শনিদেবের আশীর্বাদ যে কোনও রাশির জাতকদের কাছেই খুব গুরুত্বপূর্ণ।



শনির রোষ জীবন সমস্যায় ভরিয়ে দেয়। তাই শনিদেবকে খুশি রাখা প্রয়োজন।



জ্যোতিষ শাস্ত্রে শনিকে নিয়ম ও অনুশাসনের কারক বলে মনে করা হয়। শনি মিথ্যা কথা পছন্দ করেন না।



যাঁরা কাজে উদাসীন, তাঁদের শনি পছন্দ করেন না। মহাদশা, অন্তর্দশা, সাড়ে সাতি এবং ধৈয়ায় শনির রোষ মানুষকে ঘায়েল করে।



ভগবানের প্রতি আনুগত্য, কাজের প্রতি নিবেদন, এসবই শনির খুব প্রিয়।



শনি দুর্বল প্রাণিদের প্রতি অতি সদয়। অবলা প্রাণিদের নির্যাতন করলে ক্রুদ্ধ হন শনি।



কিছু ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য যে কোনও সময় মিথ্যা বলতে প্রস্তুত থাকে।



শনিদেব এমন লোকদের কঠোর শাস্তি দেন। যারা অন্যের টাকা আত্মসাৎ করে তাদের কঠোর শাস্তি দেন শনিদেব।



যারা অন্যের অধিকার হরণ করে তাদের শনিদেব কখনও ক্ষমা করেন না।



শনি মহাদশা, সাড়ে সাতি এবং ধইয়ার সময় এই ধরনের লোকদের শাস্তি দেয়।