কালো পোশাক পরতে কম-বেশি সবাই পছন্দ করে।



কিন্তু কালো কাপড় সবার জন্য শুভ নয়, এমনটা মনে করেন অনেক জ্যোতিষশাস্ত্রবিদ



শুভ কাজের জন্য কোথাও গেলে কালো কাপড় পরা উচিত না, মনে করেন অনেকে



যদি কারও জন্মছকে শনির অবস্থান দুর্বল হয় , তাহলে এড়ান কালো পোশাক



কালো পোশাক তাঁদের অসফল করতে পারে



যদি আপনার মনে অনেক বেশি নেতিবাচক চিন্তা আসে



তাহলে কালো পোশাক এড়িয়ে চলুন।



জ্যোতিষশাস্ত্রে কালো রঙকে রাহু এবং শনির রঙ হিসেবে বিবেচনা করা হয়।



যে ব্যক্তি খুব বেশি কালো কাপড় পরে, তার জীবনে নানা ধরনের সমস্যা আসতে পারে বলে ধারণা



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।