প্রেমে পড়ার থেকে প্রেম ধরে রাখাই আসল পরীক্ষা। আর তার থেকেও কঠিন প্রাক্তনকে ভুলে যাওয়া



কয়েকটি রাশির জাতকরা কিছুতেই ভুলতে পারেন না তাঁদের প্রাক্তনকে।



হয়ত তিক্ত অভিজ্ঞতা থেকেই সম্পর্ক ভেঙেছে, তবুও নতুন সম্পর্কে মানিয়ে নিতে অসুবিধে হয় এঁদের।



প্রাক্তনের সঙ্গে সম্পর্ক যতই টক্সিক হয়ে থাকুক না কেন, বারবার মন সেখানে ফিরতে চায়।



কয়েকটি রাশির জাতকদের কাছে প্রাক্তনের একটি বার্তা, পুরনো উপহার সবই খুব গুরুত্বপূর্ণ।



কর্কট রাশির জাতক যখন প্রেমে পড়ে, তখন তারা হৃদয় এবং আত্মা দিয়ে ভালবাসে । তাই তা ভেঙে গেলেও এঁরা স্মৃতিগুলি আঁকড়ে থাকেন।



মীন রাশির জাতকরা স্মৃতি ধরে রাখতে ভালবাসে। তারা প্রাক্তনদের মধ্যেই সেরাটি দেখতে পায়।



বৃশ্চিকরা তীব্র আবেগপ্রবণ । যখন তারা ভালবাসে, তারা গভীরভাবে ভালবাসে। তাই ভুলতে পারে না।



বৃষ রাশির ব্যক্তিরা প্রেমে পরিবর্তন পছন্দ করে না। অতীত থেকে এঁরা বেরোতে চায় না।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।