নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-১ গত ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল

তাই ডার্বিপূর্বে চনমনে লাল হলুদ শিবির

গত জয়ের আত্মবিশ্বাস নিয়েই শনিবার মাঠে নামবে লাল হলুদ

তার আগে অনুশীলনে জোরকদমে প্রস্তুতি সারলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা

জয়ের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য লাল হলুদের

আইএসএলে লাল হলুদের বিরুদ্ধে হারেনি এটিকে মোহনবাগান

সেই রেকর্ড অব্যাহত রাখার লক্ষ্যে নাসিরিরা

সবুজ মেরুন ফুটবলাররাও অনুশীলনে ত্রুটি রাখলেন না

সবটাই ঘটল কোচ ফেরান্দোর তত্ত্বাবধানে

এবার খালি শনিবার সন্ধ্যা ৭.৩০ বাজার অপেক্ষা