মাত্র চার মিনিটেই লালিয়ানজুয়ালা চাঙটে মুম্বইকে এগিয়ে দেন গোল খাওয়ার পর লিস্টন সবুজ-মেরুনকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেন প্রথমার্ধের শেষের দিকে বিপিনের শট দারুণভাবে বাঁচান বিশাল কাইথ ৪৭ মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরান জনি কাউকো ৭২ মিনিটে গ্রিফিথ্স মুম্বইকে ফের লিড এনে দেন ৭৪ মিনিটে স্টুয়ার্টকে ফাউল করে লাল কার্ড দেখেন লেনি রডরিগেজ ৮৩ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের ফ্রি-কিক বারে লেগে ফিরে আসে কার্ল ম্যাকহিউ ৮৮ মিনিটে সবুজ-মেরুনের হয়ে সমতা ফেরান হাড্ডাহাড্ডি ম্যাচ ২-২ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ ড্র করে লিগ তালিকায় পাঁচে উঠে এল সবুজ মেরুন