ক্লাসিক 350 এর সবচেয়ে সস্তা মডেলটির দাম কত ?

Published by: ABP Ananda
Image Source: royalenfield.com

রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সবথেকে জনপ্রিয় মোটরসাইকেলগুলির মধ্যে একটি।

Image Source: royalenfield.com

ক্লাসিক 350 নটি রঙে বাজারে পাওয়া যায়। এই সবকটির দাম আলাদা।

Image Source: royalenfield.com

ক্লাসিক 350 এ সিঙ্গল সিলিন্ডার, ফুয়েল ইনজেকটেড, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন আছে।

Image Source: royalenfield.com

বাইকের এই ইঞ্জিন থেকে ৬,১০০ rpm-এ ২০.২ bhp শক্তি পাওয়া যায় ও ৪,০০০ rpm-এ ২৭ Nm টর্ক উৎপন্ন হয়।

Image Source: royalenfield.com

রয়্যাল এনফিল্ডের এই বাইকটি সিঙ্গল ও ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের সঙ্গে আসে।

Image Source: royalenfield.com

ক্লাসিক 350 এক লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ অতিক্রম করে, এমনটা কোম্পানি দাবি করে।

Image Source: royalenfield.com

এই বাইকে ১৩ লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক আছে।

Image Source: royalenfield.com

এনফিল্ড ক্লাসিক 350-র সবচেয়ে সস্তা মডেল Redditch Red, যার এক্স-শোরুম মূল্য 1,81,118 টাকা।

Image Source: royalenfield.com

ক্লাসিক 350 এর সেরা ভ্য়ারিয়েন্টের এক্স-শোরুম মূল্য 2,15,750 টাকা।

Image Source: royalenfield.com