রয়্যাল এনফিল্ডের এই বাইকে লাগবে না ট্যাক্স, কিনবেন ?

Published by: ABP Ananda
Image Source: Royal Enfield

পুরনো স্টক খালি করতে রয়্যাল এনফিল্ডের বাইকে বড় ছাড়।

Image Source: Royal Enfield

এই সংস্থার হান্টার ৩৫০ বাইক কেনা যাবে ট্যাক্স ছাড়াই।

Image Source: Royal Enfield

এই নভেম্বর মাসের জন্য মডেলটিকে ট্যাক্স ফ্রি ঘোষণা করেছে সংস্থা।

Image Source: Royal Enfield

এই সুযোগে গ্রাহক ২৭-৩৬ হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারেন।

Image Source: Royal Enfield

আবার সিএসডি থেকে কিনলে এতে মাত্র ১৪ শতাংশ কর দিতে হবে।

Image Source: Royal Enfield

তবে এই ছাড় পাবেন কেবল সেনা-জওয়ানেরা।

Image Source: Royal Enfield

সাধারণ গ্রাহকদের জন্য এই ট্যাক্স ফ্রি ছাড় নেই।

Image Source: Royal Enfield

এর এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ৪৯ হাজার টাকা।

Image Source: Royal Enfield

আর সিএসডিতে কিনলে দাম পাবেন ১ লাখ ৩১ হাজার টাকা।

Image Source: Royal Enfield