ফর্চুনারের অন-রোড দাম কত?

Published by: ABP Ananda
Image Source: toyotabharat.com

টয়োটা ফরচুনার একটি ৭-সিটার গাড়ি। এই গাড়ি পেট্রোল ও ডিজেল উভয় ইঞ্জিন বিকল্পে পাওয়া যায়।

Image Source: toyotabharat.com

ফর্চুনার এক্স শোরুমের দাম 33.65 লক্ষ টাকা থেকে শুরু করে 48.85 লক্ষ টাকা পর্যন্ত।

Image Source: toyotabharat.com

কোনও গাড়ির দাম শোরুমে আলাদা থাকে, রাস্তায় নামলে সেই গাড়ির দাম পাল্টায়।

Image Source: toyotabharat.com

গাড়িটি শোরুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ির উপর আরটিও, ইন্স্যুরেন্স ও আরও অনেক ধরনের ট্যাক্স লাগে।

Image Source: toyotabharat.com

এই সমস্ত করের সঙ্গে ফরচুনারের সবচেয়ে সস্তা মডেলের অন-রোড দাম 38.90 লক্ষ টাকা।

Image Source: toyotabharat.com

টোয়োটা ফরচুনারের সেরা মডেলের অন রোড দাম ৫৬.৩৫ লাখ টাকা।

Image Source: toyotabharat.com

ফর্চুনারে ২৬৯৪ সিসি থেকে ২৭৫৫ সিসি ইঞ্জিন আছে, যা থেকে ১৬৩.৬-২০১.১৫ বিএইচপি পাওয়ার পাওয়া যায়।

Image Source: toyotabharat.com

টোয়োটার এই গাড়িটি প্রতি লিটারে 12 কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি করা হয়।

Image Source: toyotabharat.com

ফর্চুনার গাড়িতে যাত্রীদের নিরাপত্তার জন্য ৭টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে

Image Source: toyotabharat.com