আরও কাছাকাছি ঢাকা ও কলকাতা।

এপার বাংলা থেকে ওপার বাংলায় পৌঁছনোর দূরত্ব কমাবে পদ্মা সেতু।

উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাসিনা

'৭১-এর মুক্তিযুদ্ধের পর মনে রাখার মতো ঘটনা'

পদ্মার ওপর এই সেতু দোতলা।

একতলায় নদীর কাছাকাছি সিঙ্গল লাইনে চলবে ট্রেন।

পদ্মা সেতু চালু হলে

কলকাতা থেকে ঢাকার দূরত্ব কমবে দেড়শো কিলোমিটার।

কলকাতা থেকে ওপার বাংলায়

পৌঁছতে ৪০০ কিলোমিটার পাড়ি দিতে হয় ট্রেনে।

এখন ট্রেন সফরে

সময় লাগে ১০ ঘণ্টা।

শনিবার থেকে ২৫০ কিলোমিটার

পাড়ি দিলেই পা পড়বে পদ্মাপারে।

এপার বাংলা থেকে ওপার বাংলা যেতে

সময় লাগবে ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা।

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী

রইলেন বাংলাদেশের মানুষ ।

‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’

-স্লোগান লেখা পোস্টার-ফেস্টুন-ব্যানারে।