এপার বাংলা থেকে ওপার বাংলায় পৌঁছনোর দূরত্ব কমাবে পদ্মা সেতু।
'৭১-এর মুক্তিযুদ্ধের পর মনে রাখার মতো ঘটনা'
একতলায় নদীর কাছাকাছি সিঙ্গল লাইনে চলবে ট্রেন।
কলকাতা থেকে ঢাকার দূরত্ব কমবে দেড়শো কিলোমিটার।
পৌঁছতে ৪০০ কিলোমিটার পাড়ি দিতে হয় ট্রেনে।
সময় লাগে ১০ ঘণ্টা।
পাড়ি দিলেই পা পড়বে পদ্মাপারে।
সময় লাগবে ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা।
রইলেন বাংলাদেশের মানুষ ।
-স্লোগান লেখা পোস্টার-ফেস্টুন-ব্যানারে।