দেবীর নির্দেশে অভাবের সংসারে একসময় পর্ণকুটিরে শুরু হয়েছিল দেবী আরাধনা। নিজেই নির্দেশ দিয়েছিলেন বাড়ির সাধারণ খাবার দিয়েই ভোগ নিবেদনের। সেই নির্দেশ মেনে আজও পোড়া রুটি ও পান্তা ভাতে পুজিতা হন রাউৎখন্ড বাগদী পাড়ার চতুর্ভূজা দেবী দুর্গা আজ থেকে প্রায় ২০০ বছর পূর্বে বাঁকুড়া জেলার জয়পুর থানার রাউৎখন্ডে এই পুজো শুরু হয় আগন্তুক মহিলা বাগদী পরিবারের কর্তার সঙ্গে তাঁর বাড়ি আসার ইচ্ছে প্রকাশ করেন। তবে মাঝ পথেও উধাও হয়ে যান মহিলা, তাঁকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। কথিত আছে সেই রাতেই দেবী স্বপ্নে চতুর্ভূজা বৈষ্ণবী রূপে দেখা দেন বাগদি পরিবারের কর্তাকে তাঁকে বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো শুরু করার নির্দেশ দেন। সেই থেকেই শুরু হয় বাগদী পাড়ার পুজো