ফুটবল কেরিয়ারকে বিদায় জানিয়েছেন পিকে আলমেরিয়ার বিরুদ্ধে এই শনিবারই তিনি বার্সেলোনার ঘরের মাঠে শেষবার মাঠে নামতে চলেছেন 'সফর শেষ করার সময় এসে গিয়েছে। এবার থেকে আমি বার্সা সমর্থক', বিদায়বার্তা পিকের ১০ বছর বয়সে তিনি বার্সার লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দেন ২০০৪ সালে বার্সা ছেড়ে তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন বার্সার হয়ে আটটি লা লিগা খেতাব, সাতটি কোপা দেল রে এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পিকে স্পেনের হয়েও পিকের কেরিয়ার সাফল্যে মোড়া। স্পেনের হয়ে বিশ্বকাপ এবং ইউরো কাপ জেতেন পিকে ৩৫ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন পিকে স্পেনের জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছিলেন, তাই বিশ্বকাপেও খেলবেন না পিকে