চাল ধোয়া জলেও না কি পুষ্টিগুণ রয়েছে চিনে এবং জাপানে চাল ধোয়া জল রূপচর্চার দ্রব্যেও ব্যবহার হয়

চুলের যত্নে এই ফেলে দেওয়া জলেরই গুরুত্ব অনেকটাই

চাল ভাল করে ধুলে বাড়তি স্টার্চ জলে ধুয়ে বেরিয়ে যায় এই স্টার্চ আসলে ইনোসিটল

মাথা ঘষার আগে চাল ধোয়া জল লাগিয়ে নিন চুলে দিয়ে রাখলে তাতে আর্দ্রতা বাড়ে

চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা রয়েছে চাল ভেজানো জল দিয়ে মাথা ধুয়ে নিতে পারেন

চুল এবং রূপচর্চার ক্ষেত্রে উপকারী কার্বোহাইড্রেট, ইনোসিটল থাকে

ফার্মেন্টেড রাইস ওয়াটারও কিন্তু চুলের পক্ষে খুবই ভাল সরাসরি চুলে ব্যবহার করা উচিত নয়