২০১৫ সালে সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যা। প্রথম ছবি 'পারব না আমি ছাড়তে তোকে', বিপরীতে ছিলেন বনি সেনগুপ্ত। ২০১৬ সালে রাজা চন্দের 'কেলোর কীর্তি' ছবিতে কাজ করতে দেখা যায় তাঁকে। ২০১৭ সালে দুটি ছবিতে কাজ করেন কৌশানী। রাজীব বিশ্বাসের 'তোমাকে চাই' ও রবি কিনাগির 'জিও পাগলা'। দুটি ছবিতেই দেখা যায় তাঁকে। ২০১৮ সালে মুক্তি পায় 'হইচই আনলিমিটেড'। দেবের সঙ্গে এই ছবিতে কাজ করেন তিনি। একই বছরে 'গার্লফ্রেন্ড' ছবিতেও অভিনয় করেন। এখানেও বনির বিপরীতে কাজ। ২০১৯ সালে একসঙ্গে তিনটি ছবি মুক্তি পায়। 'জামাই বদল', 'বাচ্চা শ্বশুর' ও 'জানবাজ'। ২০২০ সালে জি বাংলার 'বিয়ে ডট কম' ছবিতে কাজ করতে দেখা যায় তাঁকে। অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের পরিচালনায় অভিনয়। ২০২১ সালে 'তুমি আসবে বলে' মুক্তি পায়। পরিচালনায় সুজিত মণ্ডল। পরিচালনায় সুজিত মণ্ডল। এই বছরেও একাধিক ছবির কাজ করছেন তিনি। তার মধ্যে বনির সঙ্গে কৌশানীকে দেখা যাবে 'সুপারম্যান' ছবিতে।