পুজো কাটলেও, উৎসবের রেশ এখনও কাটেনি। পুজোর ছুটির শেষে ভাইফোঁটা ।
ভাইফোঁটার শুভক্ষণ কবে ? বুধবার না বৃহস্পতিবার?
২৬ অক্টোবর থেকে দ্বিতীয়া তিথি শুরু
২৭ অক্টোবরও থাকবে দ্বিতীয়া তিথি
আজ দুপুর ২.৪২ থেকে শুরু হচ্ছে দ্বিতীয়া
যাঁরা সূর্যোদয়ের হিসেবে ভাইফোঁটা দেন, তাঁরা বুধবারই দিতে পারেন ফোঁটা
২৭ অক্টোবর দুপুর ১২.৪৫ অবধি দ্বিতীয়া স্থায়ী হবে।
ভাই দ্বিতীয়াকে অনেকে যম দ্বিতীয়াও বলেন।
বিশ্বাস এদিন বোনের প্রার্থনায় ভাইয়ের সুস্থ জীবন লাভ হয়।
বৃহস্পতিবার ফোঁটা দিতে হলে, দিন সকাল ১১ টা থেকে দুপুর ১২.৪৫ এর মধ্যে