জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর, সোশ্যাল মিডিয়ায় চোখ ধাঁধানো ছবি পোস্ট করলেন

ভূমি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আপনার রাতকে উজ্জ্বল করতে কিছু জিনিস'

হাল্কা গোলাপী রঙের স্যাটিনের স্লিট ড্রেস, মাথায় খোঁপা, হাল্কা মেক-আপ

কর্মজীবন শুরু করেছিলেন 'যশ রাজ ফিল্মস'-এর সহকারী কাস্টিং ডিরেক্টর হিসাবে

প্রায় ৬ বছর সেই কাজ করার পর সংস্থার প্রযোজনায় প্রথম অভিনয় করার সুযোগ

২০১৫ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে 'দম লগা কে হাইসা' ছবি দিয়ে অভিনয় যাত্রা শুরু

এই ছবির জন্য প্রায় ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন অভিনেত্রী

একাধিক বলিষ্ঠ চরিত্রে অভিনয়, 'টয়লেট: এক প্রেম কথা', 'শুভ মঙ্গল সাবধান', 'বালা', 'পতি পত্নি অউর ওহ'

২০১৯ সালে ছবির তালিকা, 'সোনচিড়িয়া', 'শান্ড কী আঁখ', 'বালা', 'পতি পত্নি অউর ওহ'

২০২২ সালের 'বধাই দো' বেশ প্রশংসিত হয়েছে