প্রথমবার কমনওয়েলথে অংশ নিয়েই পদক জয় বিন্দিয়ারানি দেবীর

২৩ বছর বয়সি বিন্দিয়ারানি রুপো জেতেন

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের চতুর্থ পদক এসেছে বিন্দিয়ারানি দেবীর হাত ধরে

৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জেতেন বিন্দিয়ারানি

স্ন্যাচে ৮১, ৮৪ ও ৮৬ কেজি ভারোত্তোলক তোলেন বিন্দিয়ারানি

ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৬ কেজি ভারোত্তোলন তুলে পদক নিশ্চিত করেন বিন্দিয়ারানি

বিন্দিয়ারানি বলেন, ''আমার প্রথম কমনওয়েলথ গেমসের আসর, এখানে পদক জিতে খুব খুশি আমি।''

ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম দুটো চেষ্টায় ১১০ ও ১১৪ কেজি তোলেন

২০১৯ কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে

২৩ বছরের এই কমনওয়েলথ পদকজয়ীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি