ইট-পাথর বৃষ্টি, পাল্টা জলকামান, কাঁদানে গ্যাস। বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার।

বড়বাজারে বিজেপির মিছিল আটকানোয় জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি।

মারমুখী বিজেপি-পাল্টা পুলিশের লাঠিচার্জ।

মিছিল এগোনোর চেষ্টা করতেই ছুটল জলকামান।

বিশাল লোহার ব্যারিকেডে আটকাল বিজেপি। ধস্তাধস্তি।

বিজেপির নবান্ন অভিযান ঘিরে কার্যত অবরুদ্ধ রইল গঙ্গাপাড়ের দুই জেলা।

বিজেপি সদর দফতর মুরলিধর সেন লেনের সামনে পুলিশের লাঠিচার্জ।

আহত দলীয় কর্মীরা, অভিযোগ বিজেপির। পুলিশের সঙ্গে তুমুল বচসা।

জায়গায় জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের তাড়া পুলিশের।

বিজেপি কর্মী ও পুলিশ, দু-পক্ষেরই অনেকেই জখম হন।