UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেনে ১৮ শতাংশ জিএসটি নেবে কেন্দ্র ?
abp live

UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেনে ১৮ শতাংশ জিএসটি নেবে কেন্দ্র ?

Published by: ABP Ananda
Image Source: Getty
কেন্দ্রের কাছে প্রস্তাব গিয়েছে ইউপিআই লেনদেনের উপর জিএসটি আরোপের বিষয়ে।
abp live

কেন্দ্রের কাছে প্রস্তাব গিয়েছে ইউপিআই লেনদেনের উপর জিএসটি আরোপের বিষয়ে।

Image Source: ABP Live AI
২০০০ টাকার বেশি লেনদেনের উপরে জিএসটি আরোপ করতে পারে কেন্দ্র।
abp live

২০০০ টাকার বেশি লেনদেনের উপরে জিএসটি আরোপ করতে পারে কেন্দ্র।

Image Source: ABP Live AI
১৮ শতাংশ হারে ধার্য হতে পারে জিএসটি।
abp live

১৮ শতাংশ হারে ধার্য হতে পারে জিএসটি।

Image Source: ABP Live AI
abp live

কেন্দ্র সরকারের তরফে এই প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে।

Image Source: ABP Live AI
abp live

দেশে ডিজিটাল লেনদেন বাড়ানো এবং তাঁকে করের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিচ্ছে কেন্দ্র।

Image Source: ABP Live AI
abp live

তবে এখনও এই প্রস্তাব পাশ হয়নি, ফলে এখনই ধার্য হচ্ছে না জিএসটি।

Image Source: ABP Live AI
abp live

তবে সংবাদসূত্র অনুসারে জিএসটি ধার্য হলে সব ধরনের ডিজিটাল লেনদেনেই ধার্য হবে।

Image Source: ABP Live AI
abp live

তবে এখনও জানা যায়নি কবে থেকে এই জিএসটি আরোপিত হবে।

Image Source: ABP Live AI