ABP Ananda


80C-এর অধীনে 5-বছরের FD-তে বিনিয়োগও কর সুবিধা প্রদান করে। জেনে নিন, এই ব্যাঙ্কগুলির শেষ সুদের হার।


ABP Ananda


SBI 1-বছরে 6.80 শতাংশ, 3-বছরে 6.75 শতাংশ এবং 5-বছরের FD-তে 6.50 শতাংশ সুদের হার অফার করছে।


ABP Ananda


HDFC ব্যাঙ্ক 1-বছরে 6.60 শতাংশ, 3-বছরে 7 শতাংশ এবং 5-বছরের FD-তে 7 শতাংশ সুদ দিচ্ছে


ABP Ananda


পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) 1-বছরে 6.80 শতাংশ, 3-বছরে 7 শতাংশ এবং 5-বছরের FD-তে 6.50 শতাংশ সুদ দেয়।


ABP Ananda


কানারা ব্যাঙ্ক 1-বছরে 6.85%, 3-বছরে 6.80 শতাংশ এবং 5-বছরের FD-তে 6.70 শতাংশ সুদ দিচ্ছে।


ABP Ananda


ICICI ব্যাঙ্ক 1-বছরে 6.70 শতাংশ, 3-বছরে 7 শতাংশ এবং 5-বছরের FD-তে 7 ​​শতাংশ সুদ দেয়


ABP Ananda


মনে রাখবেন, এই বড় ব্যাঙ্কগুলি ছাড়াও অনেক স্মল ফিন্যান্স ব্যাঙ্ক প্রায় ৯ শতাংশ বা তার বেশি এফডিতে সুদ দিচ্ছে।


ABP Ananda


তবে এই ছোট ব্যাঙ্কগুলিতে এফডি করার আগে আপনার আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন


ABP Ananda


মনে রাখবেন, অতি লাভের আশায় যেকোনও ব্য়াঙ্কে আপনার কষ্টে অর্জিত টাকা রাখা উচিত নয়