স্বাস্থ্যবিমা নিচ্ছেন ? কম পয়সায় বেশি কভারেজ পেতে করুন এই কাজ
abp live

স্বাস্থ্যবিমা নিচ্ছেন ? কম পয়সায় বেশি কভারেজ পেতে করুন এই কাজ

Published by: ABP Ananda
Image Source: Freepik
আজকালকার দিনে স্বাস্থ্যবিমা নেওয়াটা আবশ্যিক হয়ে পড়েছে।
abp live

আজকালকার দিনে স্বাস্থ্যবিমা নেওয়াটা আবশ্যিক হয়ে পড়েছে।

Image Source: Freepik
তবে বেশি কভারেজ পাওয়ার জন্য অনেক বেশি প্রিমিয়াম দিতে হয় এক্ষেত্রে।
abp live

তবে বেশি কভারেজ পাওয়ার জন্য অনেক বেশি প্রিমিয়াম দিতে হয় এক্ষেত্রে।

Image Source: Freepik
তবে কিছু কিছু বিষয় মেনে চললে কম প্রিমিয়ামেও মেলে বেশি কভারেজ।
abp live

তবে কিছু কিছু বিষয় মেনে চললে কম প্রিমিয়ামেও মেলে বেশি কভারেজ।

Image Source: Freepik
abp live

এক্ষেত্রে কম বয়সে বিমা নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে।

Image Source: Freepik
abp live

একই কভারেজের জন্য ২৫ বছর বয়সী এক যুবক কম প্রিমিয়াম দেবেন।

Image Source: Getty
abp live

আর সেই কভারেজ পেতেই ৪০ বছর বয়সীকে অনেক বেশি টাকা দিতে হবে।

Image Source: Getty
abp live

অনেক বিমা কোম্পানি ইএমআইয়ের সুবিধে দেয়।

Image Source: Getty
abp live

তাই সস্তার প্ল্যান বেছে নিয়ে আপনি ইএমআই-এর মাধ্যমে বিমা করাতে পারেন।

Image Source: Getty
abp live

বছরে ২০ হাজার টাকার প্রিমিয়ামের থেকে মাসে ১৬০০ টাকা দিতে অনেক সুবিধে হবে।

Image Source: Getty