LIC পলিসির KYC করালেই মিলবে বোনাস ? সাবধান !

Published by: ABP Ananda
Image Source: PTI

LIC পলিসির কেওয়াইসি যাচাই করান, আপডেট করান, এরকম ফোন পেয়েছেন ?

Image Source: PTI

মেসেজ আসছে যে পলিসির কেওয়াইসি আপডেট করলেই মিলবে বোনাস ?

Image Source: PTI

এমনকী এও দাবি করা হচ্ছে যে সঙ্গে সঙ্গেই টাকা নাকি অ্যাকাউন্টে ঢুকে যাবে।

Image Source: PTI

এলআইসির লোগোও থাকছে এই মেসেজ বা সমাজমাধ্যমের বিজ্ঞাপনে।

Image Source: PTI

ভুলেও এই ফাঁদে পা দেবেন না, LIC-র নামে চলছে জালিয়াতি।

Image Source: PTI

কিছুদিন আগেই এই বিষয়ে সতর্কতা জারি করেছে LIC সংস্থা।

Image Source: PTI

পলিসি সংক্রান্ত যাবতীয় আপডেট করা দরকার অফিসিয়াল ওয়েবসাইটে।

Image Source: PTI

বোনাসের লোভ দেখিয়ে পলিসি নাম্বার ও কেওয়াইসি আপডেটের নামে চলছে জালিয়াতি।

Image Source: PTI