৫ হাজার টাকা ৩ বছরে ১.৭৭ লক্ষ! চমকে দেওয়া রিটার্ন এই স্টকে

Published by: ABP Ananda

বিনিয়োগের জন্য ইদানিং বহু মানুষ ভরসা করছেন স্টক মার্কেটে। বিপুল রিটার্নের জন্যই লগ্নি বাড়ছে এই ক্ষেত্রে

বেশ কিছু সংস্থার শেয়ারের মূল্য লাগামছাড়া রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ১০০ শতাংশ থেকে ১০০০ শতাংশ, কিংবা আরও বেশি।

এই ধরনের মাল্টিব্যাগার শেয়ার নিয়ে তুঙ্গে থাকে বিনিয়োগকারীদের আগ্রহ। এমনই একটি সংস্থা Vuenow Infratech. এটিও দিয়েছে দুরন্ত রিটার্ন

Vuenow Infratech একটি আইটি ইনফ্রাস্ট্রাকচার সংস্থা। ক্লাউড এনাবেলড edge data centre সংক্রান্ত পরিষেবা প্রদান করে এই সংস্থা।

Groww.in- এর তথ্য় দেখাচ্ছে, গত এক মাসে ৪৮.২৭% বৃদ্ধি পেয়েছে এই স্টকের দাম

তার আগে গত ১ বছরে বিপুল রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। ১ বছরে শেয়ারের দাম বেড়েছে ১৩২৫.৬৫%। ৫ টাকা থেকে শেয়ারের দর দাঁড়িয়েছে ৭১.১৪ টাকা।

৩ বছরের হিসেব করলে এই বৃদ্ধি অকল্পনীয়। শেয়ারের দর বেড়েছে ৩৫৪৮.২১%।

৩ বছর আগে এই সংস্থার শেয়ারের দাম ছিল ২ টাকারও কম। সেটা এখন ৭১.১৪ টাকা।

অর্থাৎ, কেউ ৩ বছর আগে ৫০০০ টাকা বিনিয়োগ করে থাকলে এখন তার মূল্য ১৭৭৪১০.৫ টাকা

এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়