আধার ,প্য়ান কার্ড বর্তমান জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্য়ানের সঙ্গে আধার লিঙ্ক না করলে সরকারি প্রকল্প, ব্য়াঙ্কের সুবিধা পাবেন না আপনি।

তাই প্য়ান কার্ড হারিয়ে গেলে অবশ্যই এর ডুপ্লিকেট বানিয়ে নিন। সেই ক্ষেত্রে, কীভাবে আবেদন করবেন, কত চার্জ লাগবে জানেন ?

অনেকেই জানেন না কীভাবে একটি নতুন PAN কার্ড একবার হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে পাওয়া যাবে।

এর জন্য প্রথমে আপনাকে NSDL ওয়েবসাইট onlineservices.nsdl.com-এ যেতে হবে।

১ ওয়েবসাইটে প্যান নম্বর, আধার নম্বর এবং অন্যান্য তথ্য দেওয়ার পরে,আপনাকে সাবমিট বোতামে ক্লিক করতে হবে।

২ এই পর্বে প্যান কার্ড সম্পর্কিত সব তথ্য দেখেত পাবেন। এখানে আপনাকে ডুপ্লিকেট প্যান কার্ডের বিকল্পটি বেছে নিতে হবে। এখানে ঠিকানা পূরণ করুন।

এর পরে আপনাকে আপনার মোবাইল নম্বর লিখতে হবে, যেটিতে OTP আসবে।

এই কাজ করার পরে আপনাকে ডুপ্লিকেট প্যানের জন্য ফিও দিতে হবে।

এর জন্য ৫০ টাকা ফি দিতে হবে। এই সব করার পরে আপনার প্যান কার্ড কয়েক দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে।