এবার কমতে পারে স্বল্প সঞ্চয়ে সুদের হার। সেই ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি বা অন্য প্রকল্পগুলির ইন্টারেস্ট এক থাকতে পারে। 2024-25 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের সুদের হার ডিসেম্বর 30 সেপ্টেম্বরে ঘোষণা করবে সরকার। RBI সুদের হার কমানোর পরে সরকার স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারও কমাতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। পোস্ট অফিসে সেভিংস ডিপোজিটে ৪ শতাংশ ১ বছরের মেয়াদি আমানতে ৬.৯ শতাংশ, ২ বছরের মেয়াদি আমানতে ৭ শতাংশ, ৫ বছরের আমানতে ৭.৫ শতাংশ সুদ বর্তমানে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে 8.2 শতাংশ, জাতীয় সঞ্চয় শংসাপত্রে 7.7 শতাংশ সুদ দিচ্ছে সরকার সরকার গত দুই বছরে সব স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে, যদিও 2020-21 অর্থবর্ষ থেকে পিপিএফ-এ সুদের হারে কোনও পরিবর্তন করেনি। অর্থাৎ উচ্চ সুদের যুগেও সরকার পিপিএফ-এর সুদের হার বাড়ায়নি। মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।