মাত্র ৬ মাসেই ১৫০ শতাংশ মুনাফা এই স্টকে, হু হু করে বাড়ছে দাম

Published by: ABP Ananda
Image Source: ABP Live AI

১ মাস ধরেই আপার সার্কিটে রয়েছে এই স্টক।

Image Source: ABP Live AI

গত এক মাসে ৫২ শতাংশ দাম বেড়েছে স্টকের, এখনও আপার সার্কিটে।

Image Source: ABP Live AI

গত ৬ মাসে এই স্টকেই ১৫০ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা।

Image Source: ABP Live AI

৭ অক্টোবর ২০২৪ তারিখে এই শেয়ারের দাম ছিল ৫.৪২ টাকা।

Image Source: ABP Live AI

আর এখন ৫ অগাস্টে এসে এই শেয়ারের দাম ট্রেড করছে ৫৯.১১ টাকায়।

Image Source: ABP Live AI

এক বছরেরও কম সময়ে ৯৬৯ শতাংশ রিটার্ন দিয়েছে এই মাল্টিব্যাগার স্টক।

Image Source: ABP Live AI

সংস্থার নাম কোল্যাব প্ল্যাটফর্মস, এই শেয়ার কি কেনা রয়েছে আপনার ?

Image Source: ABP Live AI

সংস্থার এপ্রিল-জুন ত্রৈমাসিকে মুনাফা গত বছরের থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়েছে। ৪৫ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৯৫ লক্ষ।

Image Source: ABP Live AI

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।

Image Source: ABP Live AI