৫ বছরে ২৬০০ শতাংশ মুনাফা রেলের এই স্টকে ! এখন কিনলে মুনাফা দেবে ?
Published by: ABP Ananda
Image Source: ABPLive AI
এই বছর শুরু থেকে ধরলে ১৯ শতাংশ ধস নেমেছে এই স্টকে।
তবে বিগত ৫ বছরে ২৬০০ শতাংশ মুনাফা দিয়েছে রেলের এই স্টক।
সংস্থার নাম টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড।
২০০৮ সালে এই সংস্থার শেয়ারের দাম ছিল ৫৪০ টাকা যা এখন ট্রেড করছে ৯০০ টাকায়।
অনেকেই বলছেন যে এই স্টকের দাম আগামী বছরের মধ্যেই পৌঁছাতে পারে ১১২৩ টাকায়।
অর্থাৎ ২৫.৪ শতাংশ মুনাফার সম্ভাবনা রয়েছে।
সংস্থার তরফে বার্ষিক উৎপাদন বাড়িয়ে ১২ হাজার ওয়াগন করার কথা বলা হয়েছে।
এই বছরে এখনও পর্যন্ত ১২০০ কোটি টাকার অর্ডার পেয়েছে সংস্থা।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।