আগামী ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাবে 'ব্যোমকেশ হত্যামঞ্চ'

ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম, তাঁর চরিত্রের নাম সুলোচনা

মুক্তি পেল অরিন্দম শীল এর নতুন ছবি 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-র ট্রেলার

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশের লেখক হলেও তাঁর লেখনিতে অসমাপ্ত ছিল এই গল্প।

সত্যবতীর ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। এদিন লাল সাদা সাজে হাজির ছিলেন তিনি।

এই প্রথম অজিতের ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে।

ব্যোমকেশ বলছেন, 'ইতিমধ্যেই মুক্তি পাওয়া পোস্টার বা টিজারে দর্শকদের উত্তেজনার পারদ চড়ছিল'

ব্যোমকেশ বলছেন, 'আশা করি বাকি সব ব্যোমকেশের মতো মানুষ 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-কেও ভালোবাসা দেবেন।'

এটি অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী।

ছবির পরিচালক অরিন্দম শীল বলছেন, 'এটি আমার করা চতুর্থ ব্যোমকেশ। এটা বাকি ব্যোমকেশগুলোর থেকে বেশ কিছু কারণে আলাদা।'