দাবা বিশ্বকাপের ফাইনালে ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ



৩৫টি চালের পর ফাইনালের গেম ১ ড্রয়েই শেষ হল



ম্যাচে অনেকেই কার্লসেনকে ফেভারিট বলে মনে করছিলেন



নরওয়ের দাবাড়ুও অধরা বিশ্বখেতাব জয়ের জন্য মরিয়া



আনন্দের পর প্রথম ভারতীয় হিসাবে বিশ্বখেতাব জয়ের হাতছানি প্রজ্ঞানন্দের সামনে



গেম ১ ড্র হওয়ায় কাল গেম ২-র মাধ্যমেই বিশ্বজয়ী নির্ধারিত হবে



ফাইনালের ফলাফল যাইহোক, ক্যান্ডিডেটস ২০২৪-র যোগ্যতাঅর্জন করে ফেলেছেন প্রজ্ঞানন্দ



ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ফাইনালে পৌঁছেই এই ছাড়পত্র পান তিনি



তৃতীয় কণিষ্ঠতম দাবাড়ু হিসাবে এই টুর্নামেন্টে নামবেন তিনি



মঙ্গলবার কালো নিয়ে খেলবেন প্রজ্ঞানন্দ, সাদা নিয়ে খেলবেন কার্লসেন