অবাঙালিদের পুজো হলেও বাংলায় ছট নিয়ে মহা সমারোহ।
৪ দিনধরে চলে ছটের সেলিব্রেশন।
দীর্ঘ ৩৬ ঘণ্টা উপবাস করতে হয়।
এই ব্রতে সূর্যই উপাস্য। সেই সঙ্গে পুজো হয় ছট্টি মাইয়ার।
সূর্যের মধ্যেই নিহিত প্রাণশক্তির উৎস। তাই সূর্যের উপাসনা হয় এদিন।
বিশ্বাস সূর্যের কৃপায় রোগ-বালাই দূর হয়।
সূর্যের শুভ প্রভাবে ব্যক্তি স্বাস্থ্য, গতি এবং আত্মবিশ্বাস লাভ করে।
কার্তিক শুক্লা সপ্তমী সকালে হয় পুজো সমাপন।
সপ্তমী তিথিতে ফের জলাশয়ে গিয়ে উদীয়মান সূর্যকে বন্দনা করা হয়।
পারিবারিক সুখ সমৃদ্ধি ও বাড়ির ছোটদের মঙ্গলকামনায় ছটের পুজো হয়।