বর্ষাকালে রোগ প্রতিরোধে সহায়ক চা

রোগ প্রতিরোধ

মধু এবং দারুচিনি চা পান মিলবে মুক্তি

কীভাবে বানাবেন চা?

একটি পাত্রে এক কাপ জল ফোটাতে হবে

জল ফোটাতে হবে

অর্ধেক চা চামচ দারুচিনি গুঁড়ো দিতে হবে

দারুচিনি গুঁড়ো

২ থেকে ৩ মিনিট ফোটাতে হবে

দারুচিনি মেশানো

এক চা চামচ মধু মেশাতে হবে

মধু মেশানো

খালি পেটে চা পান

চা পান

দুধ চায়ে দারুচিনি গুঁড়ো মিশিয়ে নেওয়া যাবে

দুধ চা

চায়ে আদার রস মেশানো যেতে পারেবেসিল, গোলমরিচও

আদার রস

প্রয়োজনে বেসিল, গোলমরিচও দেওয়া যায়

বেসিল, গোলমরিচ