অনেকেই ইয়ারবাড ব্যবহার করে থাকি এই বাড ব্যবহারে ক্ষতি কিন্তু অনেক বেশি এই বাডগুলি অনেকটাই ক্ষতিকর কানের একেবারে ভেতরে ঢোকাবেন না ময়লা আরও বেশি ভিতরে ঢুকে যায় কানের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে বাড ব্যবহার সাময়িক আরাম দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনাই প্রবল নানা সমস্যা ও ব্যথার কারণও কটন বাড সুস্থতার জন্য তাই এখনই ছাড়ুন কটন বাড কান সাফ করার সবথেকে সুরক্ষিত উপায় ইয়ার ড্রপ কান পরিষ্কারের জন্য ডাক্তারের কাছেই যাওয়া উচিত