হু হু করে বাড়ছে সংক্রমণ।

ভারতে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ!

এই পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকবেন?

বড়দের পাশাপাশি, মারাত্মক হারে আক্রান্ত হচ্ছে শিশুরাও।

শিশুদের মধ্যে বাড়ছে সংক্রমণের মাত্রা।

উপসর্গ বড়দের মতোই।

উপসর্গ হচ্ছে খুব বেশি জ্বর।

সঙ্গে হচ্ছে পেটে ব্যথাও।

নাক দিয়ে জল পড়া, কাশি

এই উপসর্গের সঙ্গে সাধারণ ভাইরাল জ্বরের খুবই মিল।

বর্ষায় বাড়ছে ডেঙ্গির প্রকোপও।

এই উপসর্গগুলির সঙ্গে অনেকটাই মিল ডেঙ্গির ।

চিকিৎসকরা বলছেন ,

৪-৫ দিন উপসর্গ থাকছে। তারপর দুর্বলতা, কিছুদিন খেতে পারছে না বাচ্চা।

উপসর্গ দেখা দিলে

অবশ্যই করোনা টেস্ট করানো উচিত। প্রয়োজনে আরটিপিসিআর।

শিশুকে আইসোলেশনে রাখা উচিত।

স্কুল বা কোচিং ক্লাসে একেবারেই পাঠানো উচিত নয়।

ছোট্টদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি।

ভয় পাবেন না, শুধু সতর্ক হোন।