আইপিএল শেষ হয়ে গেলেও কিন্তু হার্দিক পাণ্ড্য খবরের শিরোনামে



তিনি টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক বটে, তবে পেশাদার নয়, বরং ব্যক্তিগত জীবনের কারণে তিনি ট্রেন্ডিং



কানাঘুষো শোনা যাচ্ছে যে হার্দিক ও নাতাশা স্ত্যাঙ্কোভিচের বিবাহবিচ্ছেদ হতে চলেছে



বিচ্ছেদের পর নাতাশা হার্দিকের ৭০ শতাংশ সম্পত্তি পাবেন বলেও দাবি করা হচ্ছে



হার্দিকের সম্পত্তির পরিমাণটা ঠিক কত?



রিপোর্ট অনুযায়ী পাণ্ড্যর নেট ওয়ার্থ ১১ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৯১.৫০ কোটি টাকার আশেপাশে



দীর্ঘদিন ধরে আইপিএল খেলে সেখান থেকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ৭৪.৩ কোটি উপার্জন করেছেন



বান্দ্রায় হার্দিকের ৩০ কোটি টাকার অ্যাপার্টমেন্টের পাশাপাশি বঢ়োদরায় ৩.৬ কোটি টাকার পেন্টহাউসও আজে



একগুচ্ছ ব্র্যান্ডের মুখ তিনি, খবর অনুযায়ী প্রতিটি ব্র্যান্ড থেকে ১ কোটি টাকা পারিশ্রমিক নেন হার্দিক



এছাড়া তাঁর কাছে কোটি কোটি টাকার গাড়ি এবং ঘড়ি রয়েছে এবং তিনি বিভিন্ন স্টার্ট আপে বিনিয়োগও করেছেন