নতুন পরীক্ষা

অ্যাডিলেডে বর্ডার-গাওস্কর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হবে নৈশালোকে ও গোলাপি বলে

বিশেষ বল

গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া

তফাৎ কী?

লাল ক্রিকেট বলের সঙ্গে গোলাপি বলের ফারাক ব্যাখ্যা করে দিলেন চেতেশ্বর পূজারা

পালিশে শান

পূজারা জানিয়েছেন, লাল বলের চেয়ে গোলাপি বলের পালিশ অনেক বেশি পোক্ত, তাই বল চকচকে থাকে অনেকক্ষণ

স্যুইংয়ের রাজা

বেশিক্ষণ পালিশ অক্ষত থাকায় গোলাপি বলে অনেক বেশি সময় স্যুইং হয়, বল পুরনো হতে সময় লাগে

আগুনে গতি

গোলাপি বল ৩০-৪০ ওভার নতুনের মতো থাকে, পিচে পড়ে দ্রুত গতিতে যায়

ব্যাটারদের অগ্নিপরীক্ষা

গোলাপি বল খেলার ক্ষেত্রে ব্যাটাররা রিঅ্যাকশন টাইম কম পান

চাই প্রস্তুতি

পূজারা জানিয়েছেন, গোলাপি বলে রান পেতে ব্যাটারদের অনেক বেশি প্রস্তুতি নিতে হয়

অভিশপ্ত ১ ঘণ্টা!

পূজারা জানিয়েছেন, দিন-রাতের টেস্টে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা ব্যাটারদের কাছে কঠিনতম

গোধূলিবেলায়

গোধূলির সময় গোলাপি বল দেখতে সমস্যা হয় ব্যাটারদের, ওই সময় উইকেটও পড়ে হুড়মুড়িয়ে

পরীক্ষার অপেক্ষা

৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে গোলাপি বলে দিন-রাতের টেস্ট