দীর্ঘ টালবাহানার পর অবশেষে ভারতীয় দলের বোলিং কোচের নাম জানালেন জয় শাহ কোচ গৌতম গম্ভীরের পছন্দেই পড়ল সিলমোহর টিম ইন্ডিয়ার নতুন বোলিং কোচ হচ্ছেন মর্নি মর্কেল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় থেকেই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ভারতীয় দলের দায়িত্ব নেবেন বলে খবর বোলিং কোচের দৌড়ে বালাজি ও বিনয় কুমারকে পিছনে ফেলে কীভাবে দায়িত্ব পেলেন মর্কেল? গোটা বিষয়ে অবগত এক বিসিসিআই সূত্র জানান এক্ষেত্রে গৌতম গম্ভীরের পছন্দ অগ্রাধিকার পায় গম্ভীরের সঙ্গে এর আগে লখনউয়ের হয়ে কাজ করায় মর্কেলের দক্ষতা সম্পর্কে ভালভাবেই অবগত ভারতীয় কোচ দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে ৫০০-র অধিক উইকেট নিয়েছেন মর্কেল সামনেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে বিদেশের মাটিতে সিরিজ় খেলবে ভারতীয় দল সেখানে ক্রিকেটার হিসাবে মর্কেলের সাফল্যও তাঁকে জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পাইয়ে দিতে সাহায্য করে