মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা, ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ



তবে পরিস্থিতির হেরফেরে তিনি ভারত নয়, কানাডার হয়ে খেলতে পারতেন



বুমরা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান কানাডায় স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা ছিল তাঁর



বুমরার কাকারা কানাডায় থাকেন, প্ল্যান বি হিসাবে সেখানে স্থানান্তরিত হওয়ার কথা ভেবেছিলেন বুমরাও



ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রবল প্রতিযোগিতা কারণেই এই পরিকল্পনা মাথায় আসে বুমরার



তবে বুমরার মা কানাডায় যেতে আগ্রহী না হওয়ায়, সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি



বর্তমানে ভারতীয় দলের বোলিং বিভাগের নেতা বুমরা



আরসিবির বিরুদ্ধ আইপিএল ম্যাচে ফের একবার নিজের দক্ষতা প্রমাণ করেন তিনি



নিজের চার ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট নেন বুমরা



তিনিই প্রথম বোলার হিসাবে আরসিবির বিরুদ্ধে ইনিংসে ৫ উইকেট নিলেন