আচমকা অবসর

ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার-গাওস্কর সিরিজের মাঝপথে অবসর ঘোষণা করলেন আর অশ্বিন

সিদ্ধান্তে হতবাক বিশ্ব

সাধারণত সিরিজের শেষে বা কোনও টুর্নামেন্টের আগে অবসর ঘোষণা করেন ক্রিকেটারেরা

না খেলেই অবসর!

ব্রিসবেন টেস্টে খেলানো হয়নি অশ্বিনকে, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত তামিলনাড়ুর অফস্পিনারের

পারথেই অবসর নিতে চেয়েছিলেন?

শোনা যাচ্ছে, পারথে প্রথম টেস্টে তাঁকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানোয় অবসর নিতে চেয়েছিলেন অশ্বিন

নজর কেড়ে ফের বাদ!

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে দলে ফিরে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ২৩ রান করেন অশ্বিন, তৃতীয় টেস্টে ফের বাদ

টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলা!

শোনা যাচ্ছে, কোচ গৌতম গম্ভীর-সহ টিম ম্যানেজমেন্ট তাঁর দক্ষতায় আস্থা না রাখায় হতাশ হয়ে পড়েন অশ্বিন

পড়তি ফর্ম

শেষ ৫ টেস্টে মাত্র ১৫ উইকেট নিয়েছেন অশ্বিন, যা তাঁর বাকি কেরিয়ারের সঙ্গে মানানসই নয়

কাঁটা নিউজ়িল্যান্ড!

নিউজ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে ০-৩ হারে ভারত, যা অশ্বিনকে নিয়ে দলের মধ্যেই প্রশ্ন তুলে দিয়েছে বলে খবর

কী ইঙ্গিত রোহিতের?

অধিনায়ক রোহিত জানিয়েছেন, অ্যাডিলেড টেস্টে অশ্বিনকে খেলানোর জন্যও আলোচনা করা হয়েছিল

অশান্তির ইঙ্গিত

শোনা যাচ্ছে, অশ্বিনকে নিয়ে দুই মেরুতে দলের দুই মহল, একদিকে যশপ্রীত বুমরা ও তরুণ ব্রিগেড, অন্যদিকে রোহিত-কোহলিরা