সদ্য টি-২০ বিশ্বকাপ জিতেছেন অধিনায়ক হিসাবে রোহিত শর্মা সতীর্থদের কাছে পরিচিত প্রবল ভুলো মনের মানুষ হিসাবে কখনও তিনি মোবাইল ফোন ফেলে টিমবাসে উঠে পড়েন, তো কখনও পাসপোর্ট ফেলে বিমানে রোহিতের সঙ্গে সতীর্থরা যা নিয়ে মজাও করে থাকেন এবার রোহিত শর্মার মতোই হয়ে গেলেন রিয়ান পরাগ জ়িম্বাবোয়ে সফরের ভারতীয় দলে রয়েছেন অসমের তরুণ দলে সুযোগ পাওয়ার আনন্দে নিজের ফোন ও পাসপোর্ট কোথায় রেখেছিলেন ভুলে গিয়েছিলেন রিয়ান জ়িম্বাবোয়ের বিমান ধরার আগে ফোন ও পাসপোর্ট ফেলে এসেছিলেন রিয়ান পরে তড়িঘড়ি তা আনতে হয় রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলা ক্রিকেটারকে রিয়ান জানিয়েছেন, হারিয়ে ফেলেননি, উত্তেজনায় ভুলে গিয়েছিলেন মোবাইল ও পাসপোর্টের কথা