তরুণ প্রজন্মের কাছে উনি আদর্শ, কী বার্তা দিচ্ছেন সচিন? নিজের জীবনের শিক্ষাই এক ইভেন্টে এসে কচিকাঁচাদের জন্য পৌঁছে দিলেন সচিন শর্টকাট বলে জীবনে কিছু হয় না, এই বার্তাই দিলেন মাস্টার ব্লাস্টার প্রস্তুতি পর্ব, অনুশীলন ও পরিশ্রমই একমাত্র সাফল্যের নেপথ্যে নিজেও কেরিয়ারে অনেকবার ব্যর্থ হয়েছেন, সে কথাও জানান সচিন সচিন বলেন, ''খেলা আমাকে শিখিয়েছে কীভাবে এগিয়ে যেতে হবে'' ''প্রত্যেক কর্মক্ষেত্রেই এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে'' ''জীবনে এগোনোর পথে সব চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে'' ''কিন্তু অসাধ্য বলে কিছু হয় না, সব প্রতিকূলতাই জয় করা সম্ভব'' সচিনের এই বক্তব্যগুলো নিঃসন্দেহে আপনার জীবনেও বদল আনবেই