ইউপিএসসি উত্তীর্ণ এই ভারতীয় প্রাক্তনীই কি বিশ্বের সবথেকে শিক্ষিত ক্রিকেটার?

Published by: ABP Ananda

ভারত তো বটেই, বিশ্বের সবথেকে কঠিন পরীক্ষাগুলির অন্যতম ইউপিএসসি

প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র এই পরীক্ষা দিলে হাতে গোনা কয়েকজনই সুযোগ পান

অপরদিকে ক্রিকেটার হওয়ার জন্যও প্রচুর খাটাখাটনির প্রয়োজন, সচিন, কোহলিরা তো অল্প বয়সে ক্রিকেট খেলা শুরু করায় কলেজ অবধি পৌঁছতে পারেননি

তবে এমন একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রয়েছেন যিনি ইউপিএসসি পাশ করতে সফল হয়েছিলেন

১৯৯৯ সালে ভারতের হয়ে সচিন, সৌরভদের পাশাপাশি বিশ্বকাপও খেলেছিলেন

তিনি অময় খুরাসিয়া, ভারতের হয়ে ১৯৯৯ সালেই অভিষেক তাঁর



নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে বাঁ-হাতি ক্রিকেটার ৫৭ রানের ইনিংস খেলেন

ভারতের হয়ে ১২টি ওয়ান ডে ম্য়াচে ১৪৯ রান করেছেন মধ্যপ্রদেশের এই ক্রিকেটার

বর্তমানে খবর অনুযায়ী, অময় কাস্টমস ও স্টেন্ট্রাল এক্সাইজ় বিভাগের একজন ইন্সপেক্টর