সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে



তেবে আইপিএলে ১৫০-র অধিক স্ট্রাইক রেটে রান করে সমালোচকদের জবাব দিয়েছিলেন তিনি



আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোহলির স্ট্রাইক রেট তাঁকে সেরাদের মধ্যে জায়গা করে দেয়



টুর্নামেন্টে ২৭ ম্যাচে ৮১.৫০ গড়ে ১১৪১ রান করে কোহলিই সর্বোচ্চ রানসংগ্রাহক



মেগা টুর্নামেন্টে তাঁর ১৩১.৩০ স্ট্রাইক রেটও অন্তত ৫০০ বল খেলা ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ



কোহলির ঠিক আগেই থাকা ওয়ার্নারের স্ট্রাইক রেট ১৩৩.২২



টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক মাহেলা জয়বর্ধনে ১৩৪.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন




ইউনিভার্স বস ক্রিস গেলের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪২.৭৫ স্ট্রাইক রেট খানিকটা কমই বটে


১৪৩.৪ স্ট্রাইক রেটে খেলা গেলের প্রাক্তন সতীর্থ এ বি ডিভিলিয়ার্স এই তালিকায় তাঁর থেকে এগিয়ে
১৪৩.৪ স্ট্রাইক রেটে খেলা গেলের প্রাক্তন সতীর্থ এ বি ডিভিলিয়ার্স এই তালিকায় তাঁর থেকে এগিয়ে



তালিকায় একে জস বাটলার, তাঁর স্ট্রাইক রেট ১৪৪.৪৮