২০২৭ বিশ্বকাপে ফের দেখা যাবে রো-কো জুটিকে?

Published by: ABP Ananda

চ্যাম্পিয়ন্স ট্রফি পরেই বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর নিতে পারেন বলে জোর জল্পনা ছিল।

তবে ফাইনালের পরেই বিরাট ও রোহিতকে এক ভাইরাল ভিডিওতে ক্যামেরা লক্ষ্য করে বলতে শোনা যায় যে তাঁরা অবসর নিচ্ছেন না।

ইতিমধ্যেই দুই মহাতারকাই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এরপর তাঁদের লক্ষ্য কী, সেই নিয়ে জল্পনা ছিলই।

এবার সেই জল্পনার জবাব দিলেন কোহলি। ১৫ সেকেন্ডের এক ভিডিও ঘিরে চারিদিকে হইচই।

৩৬-র কোহলি বছর দু'য়েক পরে ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে চান।

কোহলিকে সম্প্রতি এক ইভেন্টে প্রশ্ন করা হয় তাঁর পরবর্তী লক্ষ্য কী?

সেই প্রশ্নের জবাবে কোহলি বলেন, 'পরবর্তী বড় লক্ষ্যটা সত্যি বলতে আমি জানি না। হয়তো পরবর্তী বিশ্বকাপ জেতার প্রচেষ্টা করা।'

তাঁর এই মন্তব্যে আগামী বিশ্বকাপে খেলার স্পষ্ট পূর্বাভাস দিলেন কোহলি, যা কোহলি সমর্থকদের জন্য অবশ্যই বড় সুখবর।

অবশ্য রোহিত শর্মার তরফে এখনও এমন কিছু বলা হয়নি।