দূর্নীতির হাত থেকে রেহাই পাননি ;কিং কোহলি'ও?

Published by: ABP Ananda

রঞ্জি ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

তাঁর দক্ষতার প্রমাণ দেয় তাঁর পরিসংখ্যান। তবে আজ যেই তারকাকে নিয়ে এত মাতামাতি, তাঁকেই নাকি দল থেকে বাদ পড়তে হয়েছিল কেবল ঘুষ না দেওয়ার অপরাধে!

ঘটনাটি কোহলির অনূর্ধ্ব ১৪ ক্রিকেট খেলার সময় ঘটে। যেই ঘটনা কোহলির আজও জলের মতো স্বচ্ছভাবে মনে আছে।

কোহলির দাবি অনুযায়ী তাঁকে রাত একটার সময় দিল্লির অনূর্ধ্ব ১৪ দল থেকে বাদ দেওয়া হয়েছিল।

কারণ তাঁর জায়গায় অন্য কেউ ঘুষ দিয়ে দলে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন।

তবে কোহলির বাবাকেও একই প্রস্তাব দেওয়া হয়। বলা হয়েছিল যে তিনিও যদি টাকা দেন তাহলে পরবর্তী দুই ম্যাচে কোহলির জায়গা পাকা হতে পারে।

কিন্তু কোহলির বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি ঘুষ দিয়ে কোনওভাবেই ছেলেকে খেলাবেন না।

কোহলি জানান তাঁর বাবা বলেছিলেন, 'বাবা বলেছিলেন ছেলে প্রতিভার জোরে খেলতে পারলে তবেই খেলবে। যদি না পারে, তাহলে সেটা ওর ভাগ্যে নেই।'

তিনি যে সেই সময় ঘুষ না দিয়েও একেবারে সর্বোচ্চ স্তরে জায়গা করে নিতে পেরেছেন, তা কিন্তু বলাই বাহুল্য।