ভারতীয় দলের হেড কোচ নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর



শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতীয় দল, যা গুরু গম্ভীরের নতুন ইনিংসে প্রথম পরীক্ষা



কোহলির সঙ্গে কি গম্ভীরের তিক্ততা পুরোপুরি মিটেছে?



গম্ভীর জানিয়েছেন, কোহলি ও তিনি একে অপরকে প্রবল শ্রদ্ধা করেন



ইতিহাস অবশ্য অন্য কথা বলছে, এমনকী কোহলির নাম শুনেও অতীতে জ্বলে উঠেছেন গৌতি!



শ্রীলঙ্কার মাটিতেই কোহলির নামে জয়োধ্বনি শুনে অভাবনীয় কাজ করেছিলেন গম্ভীর



গত বছর পাল্লেকেলেতে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নেপাল



সেই ম্যাচের শেষে ধারাভাষ্যকার গম্ভীরকে মাঠে দেখে কোহলির নামে স্লোগান দেন ভক্তরা



তাতেই মেজাজ হারিয়ে মধ্যমা দেখান গম্ভীর, যা নিয়ে প্রবল বিতর্ক হয়



আইপিএলেও দুজনের হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল, এখন সেই কোহলিরই কোচ গম্ভীর (ছবি - পিটিআই)