শুভমন গিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে সারা তেন্ডুলকর নয়, শুভমন নাকি অভিনেত্রী রিধিমা পণ্ডিতকে বিয়ে করতে চলেছেন? শুভমন-রিধিমার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় কে এই রিধিমা পণ্ডিত? ছোট পর্দার অভিনেত্রী ডিসেম্বর মাসে নাকি শুভমনের সঙ্গে তাঁর বিয়ে হতে চলেছে! যদিও অভিনেত্রী জানিয়েছেন, এই খবর ভুয়ো একটি সাক্ষাৎকারে রিধিমা বলেছেন, তাঁর সঙ্গে শুভমনের কোনও সম্পর্ক নেই তবে শুভমনকে প্রশংসায় ভরিয়েছেন রিধিমা রিধিমা বলেছে কখনও শুভমনের সঙ্গে দেখা হলে দুজনে এ নিয়ে মজা করবেন, হাসবেন রিধিমা জানিয়েছেন, শুভমনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন শুনে তিনি হাঁফিয়ে উঠেছেন (ছবি - রিধিমা ও শুভমনের ফেসবুক)