দুর্ধর্ষ 'দুশমন'

মাঠে তিনি ছিলেন ভারতের প্রবল শক্তিশালী প্রতিপক্ষ

কিংবদন্তি ক্রিকেটার

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার ওয়াসিম আক্রম

সুলতান অফ স্যুইং

দুদিকে বল এমন স্যুইং করাতে পারতেন যে, কুর্নিশ করত ক্রিকেটবিশ্ব

মর্মান্তিক পরিণতি

ভারতের মাটিতেই এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল আক্রমের

চেন্নাইয়ে প্রয়াত স্ত্রী

আক্রমের প্রথম স্ত্রী হুমা মুফতির মৃত্যু হয়েছিল ভারতের চেন্নাইয়ে

চিকিৎসার জন্য সফর

অসুস্থ হুমার চিকিৎসা করাতে পাকিস্তান থেকে সিঙ্গাপুর যাচ্ছিলেন আক্রম

চেন্নাইয়ে অঘটন

চেন্নাই বিমাবন্দরে জ্বালানি নিতে নেমেছিল বিমান, তখনই হৃদরোগে আক্রান্ত হন হুমা

চেন্নাইয়েই মৃত্যু

আপদকালীন পরিস্থিতিতে হুমাকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মারা যান তিনি

প্রেমের মর্মান্তিক পরিণতি

প্রবল প্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতেই স্ত্রী-বিয়োগ হয় আক্রমের

দ্বিতীয় ইনিংস

পরে শানাইরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আক্রম (ছবি ওয়াসিম আক্রমের ফেসবুক)